গোলাপগঞ্জে বৈরাতী শেরওয়ানী ও পাগড়ী হাউজের উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে বৈরাতী শেরওয়ানী ও পাগড়ী হাউজের উদ্বোধন করেছেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় গোলাপগঞ্জ মডেল থানার বিপরীত পার্শ্বের মাসুদ কমপ্লেক্সে এ শেরওয়ানী ও পাগড়ীর দোকানের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ এমরুল, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সুফিয়ান আজম, আমুড়া ইউপি যুবদলের সভাপতি রাজন আহমদ, সাংবাদিক জয় রায় হিমেল, সমাজসেবী বাহার উদ্দিন, শেখ নিয়ামত বারী জুবায়ের, বায়েছ আহমদ, লিটন আহমদ, বাবলু খাঁন, সুফিয়াান আহমদ, কয়েছ আহমদ, ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজ আহমদ রাজু, বাছিত বক্স, রাফসান আহমেদ, শাহিন আহমদ প্রমুখ। উদ্বোধনের আগে মিলাদ ও দোয়া পরিচালনা করেন গোলাপগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম আব্দুল মালিক।
