গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটে গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে বৈদ্যুতিক ফ্যান প্রতীকে ৫২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক। উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সুহেল আহমদ ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪১ টি ভোট।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ধারাবহর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৫টি বুথে ২০০০ জন ভোটারের মধ্যে ১১৭৭ জন ভোটার ভোট প্রদান করেন । এছাড়া ১৮ টি ভোট বাতিল হয় ।
উল্লেখ্য যে, গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য আমান উদ্দিন চলতি বছরের ১১ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ওয়ার্ড পদশূন্য হওয়ায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম