গোলাপগঞ্জের পরিচিত মুখ লন্ডন প্রবাসী হাজী মুহিবুর রহমানের ইন্তেকাল, বণিক সমিতির শোক প্রকাশ

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব, আমুড়া ইউনিয়নের সুন্দিশাইলের অধিবাসী, গোলাপগঞ্জ বাজারের গোডাউন রোডস্থ এজে ম্যানশনের মালিক লন্ডন প্রবাসী হাজী মুহিবুর রহমান ইন্তেকাল করেছেন। গত মঙ্গলবার মধ্য রাতে লন্ডনে তার নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিরাজ এন্টারপ্রাইজের মালিক ফখরুল ইসলামের চাচা ও রুজিয়া রোকিয়া এন্টার প্রাইজের স্বত্ত¡াধিকারী হাজী আব্দুল জলিল সেলিমের মামা হাজী মুহিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সেক্রেটারী আব্দুল আহাদসহ বণিক সমিতির সকল নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
