9:56 AM, 13 November, 2025

হরিপুরে বৃষ্টির পানিতে ভেঙ্গে যাচ্ছে পাকা রাস্তা বিছিন্ন হতে পারে কয়েকটি গ্রাম

received_2341996512722604

সোহেল রানা মানিক হরিপুর উপজেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাও জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বহরমপুর মৌজার পীর পুকুর সংলগ্ন বাজারের উত্তর পার্শ্বের জেলা সদর ও উপজেলা সদর থেকে আসা মেইন সড়কটি বৃষ্টির পানিতে ভেঙ্গে যাচ্ছে। স্হানীয়রা জানান যে, যদি দ্রুত গতিতে  এই ভাঙ্গন রোধে কার্য্যকর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে সমস্ত রাস্তাটি ভেঙ্গে বেতনা বিজিবি ক্যাম্প সহ  উপজেলার কয়েকটি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে চরম দুর্ভোগের শিকার হবে বিজিবিসহ এলাকাবাসী। এই বিষয়ে সেই ওয়ার্ডের স্হানীয় ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবিরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে, তিনি বিষয়টি নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কায়্যুম(পুস্প) ও উপজেলার উপসহকারী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান এর সাথে কথা বলেছেন। উপজেলার উপসহকারী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে   বলেন যে বিষয়টি তাঁরা জেনেছেন এবং এই মূহুর্তে সড়কটি পাকা করা না গেলেও খুব শিগগির  বালু ভর্তি বস্তা দিয়ে ভাঙ্গন রোধ করে রাস্তটি চলাচল উপযোগী করে রাখা হবে। এবং পরবর্তীতে পূনর্সংস্কার করা হবে।