4:01 PM, 13 November, 2025

পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের নিহত তিন

images (6)-300x150

কাজী সাইফুল,পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।
২০ জুলাই (শনিবার) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মাহান পাড়া গ্রামে এঘটনা ঘটে। তারা হলেন একই এলাকার মোঃ শহিদুল ইসলাম (৬৫) এবং তার দুই ছেলে নাজিরুল ইসলাম (৩৬) ও আসাদুর রহমান (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজিরুল ইসলাম বিকেলে বাড়ির পাশের জলাশয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে বিদ্যুৎ সংযোগ থাকায় স্পৃষ্ট হয়। পরে তার বাবা শহিদুল ইসলাম ছেলেকে উদ্ধার করতে গেলে নিজেও একই দুর্ঘটনার স্বীকার হোন। এদিকে আসাদুর বাবা এবং বড় ভাইকে উদ্ধার করতে পানিতে নামলে সেও স্পৃষ্ট হয়।
পরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।