5:01 AM, 13 November, 2025

নাগরপুরে উপ-নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

nagarpur photo 19.07 (2)

আল তুহিন আজাদ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

আগামী ২৫ জুলাই টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৪ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম কামরুজ্জামান মনিকে নৌকা প্রতীকে বিজয়ী করতে শুক্রবার (১৯ জুলাই) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন অডিটোরিয়ামে উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এর উদ্যোগে, বীর মুক্তিযোদ্ধা ল²ীকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ূন কবীর , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল আলীম দুলাল, নাজমুল হক তপন,সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, মো.জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ, বেকড়া ইউপি চেয়ারম্যান মো.শওকত হোসেন সহ নাগরপুর সদর ইউনিয়নের বিভিন্নস্তরের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। সভায় বক্তরা আগামী উপ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে উপস্থিত সকলের প্রতি প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহবান জানান।