আল তুহিন আজাদ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে স্থানীয় নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নাগরপুর উপজেলা কিন্ডার গার্টেন সমিতি। নাগরপুর উপজেলা কিন্ডার গার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েদ খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অমলেন্দু সোম রাম, সহকারি শিক্ষক হোসেন আলী মনছুর , মো. গোলাপ খান, মো. কহিনুর মিয়া , মানিক মিয়া, মো. বাবুল মিয়া প্রমুখ। এ সময় দুই শতাধিক ছাত্র/ছাত্রীদের মধ্যে সনদ ও সম্মাননা প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম