
সোহেল রানা মানিক বিশেষ প্রতিনিধি হরিপুর উপজেলাঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪ নং ডাংগীপাড়া ইউনিয়নে, পাহাড়গাঁও গ্রামের মোঃ ইকরামুল হক (ডেকোরেটর) এর পুত্র রিপন (১৫) গত কাল (১৭/৭/২০১৯খ্রি) রাত্রি আনুমানিক ৯ ঘটিকায় বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যুবরন করে।
জানা যায় রাত আনুমানিক ৮টার সময় প্রতিবেশী এক বন্ধুসহ রিপন বাড়ির পশ্চিমের বিলে মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা হয়। রাস্তা থেকে নিচে নামতেই রিপনকে সাপে কামড় দিলে সে চিৎকার করে বলে, আমাকে সাপে কামড় দিয়েছে ভাই, সাথে সাথে তার সংঙ্গীরা ছুটে আসে ও সাপটিকে দেখতে পায় সাপটি পালাচ্ছে দেখে দুই বন্ধু মিলে সাপটিকে মেরে ফেলে। সেই সময় রাস্তায় একটি মোটরসাইকেল আসতে দেখে, রিপনকে সেই মোটরসাইকেলে ওঝার কাছে নিয়ে আসে। কিন্তু দুঃখের বিষয়, ঝাড়-ফুক করতে করতে সেখানেই রিপন বমিও প্রস্রাব করে। অবস্থা বেগতিক দেখে তখনই হাসপাতালে নেয়ার জন্য তাড়াতাড়ি করে মোটরসাইকেলে নিয়ে রওনা দেয়। পরিতাপের বিষয় পথিমধ্যই রিপন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। উন্নতবিশ্বে, বিজ্ঞানের যুগে আমরা এমন এক দেশে বসবাস করছি যে, দেশের উপজেলা পর্যায় তো দুরের কথা, জেলা বা বিভাগীয় পর্যায়ের কোন সরকারি অথবা বেসরকারি হাসপাতালে "সাপের ভ্যাকসিন" পাওয়া দুরূহ। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশে অহরহ ভ্যাকসিন পাওয়া যায়। সুতরাং সরকারের প্রতি জনগণের প্রানের দাবি অনতিবিলম্বে বাংলাদেশের উপজেলা পর্যায় হাসপাতালসহ সকল হাসপাতালে সকল প্রকারের ভ্যাকসিন সংরক্ষণ করা হোক। যেন চোখের সামনে রিপনের মত আর এরকম মৃত্যু আর দেখতে না হয়
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম