7:25 AM, 13 November, 2025

নবাবগঞ্জে ৩ কোটি ৬ লাখ টাকা বরাদ্দে ১৪ টি ছোট বড় সেতু কালভাট নির্মানের টেন্ডারের লটারি

এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকেঃ

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার বাষির্ক উন্নয়ন কর্মসুচির আওতায় গ্রামীন রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ পর্যন্ত সেতু কালভাট নির্মান প্রকল্পের আওতায় ১৪ টি প্রকল্পের বিপরীতে দাখিলকৃত দর দাতা ঠিকাদারি প্রতিষ্টানের সত্তাধিকারি গনের উপস্থিতিতে ১৬ ই জুলাই উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকাশ্যে টেন্ডারের লটারি করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও রেফাউল আজম জানান টেন্ডার শেষে ঠিকাদারদের মাঝে কাজের কার্যা আদেশ দেওয়ার পর প্রকল্পের কাজ শুরু হবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান জেলা , দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ , উপজেলা প্রকৌশলী মুনসুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকাদার সহ মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।