11:40 AM, 13 November, 2025

গোলাপগঞ্জে স্বেচ্ছা সেবক পাঠশালার ৪র্থ প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

Screenshot_2019-07-15-18-15-54-1

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ মস্তফা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাষ্ট এর প্রতিষ্টাতা চেয়ারম্যান মওদুদ হোসেন চৌধুরী সুমন বলেছেন,  সচেতনভাবে সামাজিক সংগঠন পরিচালিত করলে তরুণদের আর্থ সামাজিক উন্নয়নের সারথি করে তোলা সম্ভব। সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনমূহের গুরুত্ব অপরিসীম। এই প্রেক্ষাপটে গোলাপগঞ্জ উপজেলার সামাজিক ও অরাজনৈতিক সংগঠন স্বেচ্ছা সেবক পাঠশালা সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে । সমাজের অবহেলিত ও নির্যাতিত মানুষের কল্যাণে কাজ করছে স্বেচ্ছা সেবক পাঠশালা। এছাড়া স্বেচ্ছা সেবক পাঠশালা প্রতি বছর অসহায় মানুষদের নিয়ে ইফতার, গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ, ফ্রি চিকিৎসা সেবা প্রদান,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান সফলতার সহিত বাস্তবায়ন করেছে। তিনি রবিবার রাত ৮টায়  উপজেলার সদর ইউনিয়নের স্থানীয় কারখানা বাজারে সংগঠনের কার্যালয়ে স্বেচ্ছা সেবক পাঠশালার ৪র্থ প্রতিষ্টাবার্ষিকী উদযাপন ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

স্বেচ্ছা সেবক পাঠশালার সভাপতি সাংবাদিক মোঃ রুবেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাদিকুর রহমানের পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া আহমদের তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ ইসমাইল আলী, আলীনগর দর্পন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাসিম আজাদ, সমাজ সেবক শাকিল আহমদ, লাল মিয়া, ব্যবসায়ী ফলিক উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছা সেবক পাঠশালার সহ সভাপতি আইমান আহমদ, অর্থ সম্পাদক মামুনুর রশীদ, শিক্ষা বিষয়ক সম্পাদক জাবির আহমদ, দপ্তর সম্পাদক রিয়াছত আহমদ, সদস্য কাশেম আহমদ, মেরাজুল ইসলাম, জাবেদ আহমদ, জাহাঙ্গীর আহমদ,জহির আহমদ প্রমুখ।