প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০১৯, ৮:৪২ পি.এম
আমতলীতে আ.লীগ বিদ্রোহী প্রার্থী মোতাহর উদ্দিন মৃধাকে দল থেকে বহিস্কার
![]()
এইচ. এম. রাসেল, আমতলী (বরগুনা) সংবাদদাতাঃ
আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়েছে।
জানাগেছে, গত ২০ জুন আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। এ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৫ জুলাই। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধা। দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা বিদ্রোহী প্রার্থী হয়ে ঘোড়া প্রতিক নিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করছেন।
রবিবার রাতে উপজেলা আওয়ামীলীগ সভা ডেকে বিদ্রোহী প্রার্থী মোঃ মোতাহার উদ্দিন মৃধাকে নির্বাচনের সকল কার্যক্রম থেকে সরে দাড়ানোর জন্য ১২ ঘন্টার সময় বেঁধে দেয়। ওই সময়ের মধ্যে নির্বাচনের সকল কার্যক্রম থেকে সরে না দাড়ালে তাকে দলের সকল পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত হয়।
কিন্তু বিদ্রোহী প্রার্থী মোঃ মোতাহার উদ্দিন মৃধা দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনের সকল কার্যক্রম চালিয়ে যান। পরে উপজেলা কমিটি তাকে বহিস্কারের সুপারিশ করে বরগুনা জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে পাঠিয়ে দেয়।
সোমবার দুপুর ১২ টার দিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বরগুনা জেলা কমিটির নির্দেশে তাকে দল থেকে আ-জীবনের জন্য বহিস্কার করে মাইকিং করা হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম