11:42 AM, 13 November, 2025

এমপি জোয়াহেরের এর রোগ মুক্তি কামনায় নাগরপুরে দোয়া মাহফিল

nagarpur photo (1)

আল তুহিন আজাদ
নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও টাঙ্গাইল- ৮ (বাসাইল-সখিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম এর রোগ মুক্তি ও দ্রæত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আনিছুর রহমান, মো. নিজাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম তপন, সাংগঠনিক সম্পাদক মো. শাহিদুল ইসলাম অপু, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন মোল্লা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া, সাধারন সম্পাদক মো. লিয়াকত শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রঙ্গু প্রমুখ।
উল্লেখ্য টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত কয়েকদিন যাবৎ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।