কাজী সাইফুল, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাবলিক ক্লাবের কার্যকরী কমিটির ১৮ তম দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে।
এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হন। এছাড়া আরও ৮টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। শুধুমাত্র সাধারণ সম্পাদক ও ক্রীড়া সম্পাদক এ দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দীন চৌধুরী ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী নূরে আরিফ পেয়েছেন ৪৪ ভোট। অন্যদিকে ক্রীড়া সম্পাদক পদে রুমিউল ইসলাম ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী শেখ নজরুল ইসলাম শাহীন পেয়েছেন ৩৫ ভোট।
দেবীগঞ্জ পাবলিক ক্লাবের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন তোজাম্মেল হোসেন খোকা,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে বাবুল হোসেন সরকার , পরিমল দে সরকার ও আজম আলী । প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পাবলিক ক্লাবের ভোটাররা স্বতস্ফূর্ত ভাবে ভোট দেন।
উল্লেখ্য দেবীগঞ্জ পাবলিক ক্লাব ১৯৩০ সালে স্থাপিত হয় এবং১৯৮৬ সালে সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়ে আজ অবধি খেলাধুলা, সংস্কৃতি, ও সমাজের নানা উন্নয়নমুখী কর্মকান্ড সুনামের সাথে পরিচালনা করে আসছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম