মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান খান তিতুর বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সভাপতি এবং পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান খান তিতুর পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আজ ১১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল, মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, আলমগীর সাদুল্যা দুদু, খান মো. ফয়সাল ওয়াহিদ শাওন, ওমর ফারুক সেলু, মো. ইলিয়াস হোসেন, আনিসুর রহমান নাদিম, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, সাদেকুল ইসলাম নান্নু, ঝর্না মান্নান, আব্দুর রাজ্জাক ভটটু, মাসুদ রানা, শামিম আহমেদ পলাশ, আবু আহমেদ আবু, আলতাফ হোসেন মামুন, ফরহাদ আলী প্রমুখ। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ইউনুস আলী।
