5:00 AM, 13 November, 2025

ঠাকুরগাঁওয়ে বাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

IMG_20190711_102702
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১।
 বৃহস্পতিবার সকাল ৮ টায়  দিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ  উপজেলার খনগাও  ইউনিয়নের তেতুলতলা  নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মটরসাইকেল চালক মোঃ রমজান আলী( ৩৫),খনগাও ইউনিয়ন চাঁদগাও  গ্রামের  পিতা ভুবন আলীর ছেলে
স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে নিহত মটরসাইকেল চালক কাজের জন্য  পীরগঞ্জের  উদ্দেশ্যে  যাইতে ছিলেন । এসময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে করে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং  মোটরসাইকেল আরোহী গুরুতর  আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার  ওসি মোঃ বজলুর রশিদ।