দেবীগঞ্জে ঝুকিপূর্ণ বাশের সাকো মেরামতের জন্য ইউএনওর অর্থ প্রদান

কাজী সাইফুল
দেবীগঞ্জ (পঞ্চগড় ) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জের প্রস্তাবিত অর্থনৈতিক জোন করার জায়গার এপারে ডারারহাট এলাকায় রাস্তার উপর নির্মিত বাশের সাকোটি চলাচলের জন্য ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। ছোট আকারের যান চলাচল করলেও এখন তা বন্দ রয়েছে। এ বর্ষায় শুধু মাত্র লোকজন ঝুকি নিয়ে পারাপার হচ্ছে। স্কুলগামী শিশুরা সাকো দিয়ে পার না হয়ে কাদা-পানি পারি দিয়ে অনেক দুর ঘুরে বাড়ি ফিরছে। যে কোন সময় সাকোটি ভেঙ্গে যেতে পারে। সাকোটি ঝুকিপূর্ণ হওয়ার সংবাদ পেয়ে বুধবার দুপুরে দেবীগঞ্জের ইউএনও প্রত্যয় হাসান সাকোটি পরিদর্শন করেন এবং কাঠ ও বাশের সংমিশ্রনে নতুন করে সাকো নির্মানের জন্য তার ব্যাক্তিগত তহবিল থেকে অর্থ বরাদ্ধ প্রদান করেন। ইউএনওর দেয়া এক লাক্ষ টাকার বেশি বরাদ্ধের অর্থ দিয়ে স্থানীয় লোকেরা সাকোটি নতুন করে নির্মাণ করবেন। ইউএনও দ্রæত সাকোর নির্মাণ কাজ শুরুর জন্য স্থানীয়দের বলেন।
