কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎপৃষ্টে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু

আব্দুল্লাহ আল হুমাইদী, হোসেনপুর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে বিদ্যুৎপৃষ্টে প্রাণ হারালো সপ্তম শ্রেণীর ছাত্রী নূপুর।
গতকাল বিকাল ৫ঃ৩০ এর দিকে এই ঘটনা ঘটে। নূপুর আল- ফাতাহ বিদ্যানিকেতন এ সপ্তম শ্রেণীর ছাত্রী।সে উপজেলার ভরুয়া (আড়াইবাড়িয়া) গ্রামের মোন্তাজ আলীর মেয়ে।
স্বজনদের সাথে কথা বলে জানা যায়, নূপুর স্কুল থেকে বাড়িতে এসে দেখে তার মা বাসায় নেই।তার মায়ের ভেজা কাপড় রুমের মধ্যে রেখে গেছে।তারপর সে এই কাপড় নিয়া উঠানে বাহির হয় রোদে শুকানোর জন্য।কে জানত যে উটানের তারটি বিদ্যুতের লাইনের সাথে লেগে আছে।যখনি নূপুর তারটিতে কাপড় নাড়তে যায় ঠিক তখনি বিদ্যুৎপৃষ্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তাকে মটিতে পড়ে থাকতে দেখা যায়।
নূপুরকে হারিয়ে তার বাবা-মা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে।তার বাবা- মায়ের আর্তনাধ এই বলে দেয় যে তারা কি হারিয়েছে। তাদের এই শোক কাটিয়ে উঠতে কত দিন চলে যায় তা বুঝাই যাচ্ছে না।
