1:37 PM, 13 November, 2025

মুরাদনগরে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার  

muradnagar, pc 7-7-19

সফিকুল ইসলাম,

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ 

কুমিল্লার মুরাদনগরে পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মুকলিশপুর গ্রামের প্রবাসী কবির হোসেনের মেয়ে হালিমা আক্তার (৭)লাশ উদ্ধার বাঙ্গরা বাজার থানা পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, ২ই জুলাই নিজ বাড়ি থেকে হারিয়ে যায় শিশু হালিমা আক্তার পরে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি পরিবার। শনিবার দুপুরে উপজেলার সীমানার পাড় নুরু মিয়ার পুকুরে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানার এস আই নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হালিমার দুই ভাই এক বোনের মাঝে সে ছিল সবার ছোট। সে মুকলিশপুর সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের মা রুজিনা আক্তার বলেন মঙ্গলবার সকাল ৯ টার দিকে আমার মেয়ে বাচ্চাদের সাথে খেলতে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজি করেও আমার মেয়েকে পাইনি। আজ এলাকায় লাশ উদ্ধারের খবর পেলে ঘটনাস্থলে গিয়ে লাশের গায়ে কাপর দেখে আমার মেয়েকে চিনতে পেরেছি।

এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেকে পাঠিয়েছি। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।