11:55 AM, 13 November, 2025

দেবীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

images (7)-300x150

কাজী সাইফুল পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে লাজিম নামে ১৩ মাস বয়সী এক
শিশুর মৃত্যু হয়েছে। নিহত লাজিম উপজেলার পামূলী ইউনিয়নের আহমদনগর গ্রামের মঙ্গলু ইসলামের
ছেলে।
স্থানীয় লোকজন জানায় দুপুর ২:৩০ ঘটিকার দিকে নাঈম বাড়ীর উঠানে খেলছিল। খেলতে খেলতে
সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। চারিদিকে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর ভাসতে দেখে
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
এ বিষয়ে পামূলী ইউনিয়নের ইউপি সদস্য রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমিও ঘটনা
শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং লাজিমের পরিবারকে বিভিন্ন ভাবে সহায়তা করার চেষ্টা করি।