এম.এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে:
১লা জুলাই দিনাজপুরের নবাবগঞ্জে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ ও মহিলা ডিগ্রী কলেজে ২০১৯ সালের একাদশ শ্রেণির ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম ক্লাশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাফিকুল ইসলাম জানান- সকালে কলেজের হলরুমে নতুন শিক্ষার্থীদের ক্লাশে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। এছাড়াও ভাদুরিয়া স্কুল এন্ড কলেজে ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ:সভাপতি ও ওই কলেজের গভর্নিং বডির সভাপতি আমির হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, ওই কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, মিডিয়াকর্মী এম.রুহুল আমিন প্রধান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন- শিক্ষাই জাতির মেরুদন্ড। সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছেন। আজকের মেধাবী শিক্ষার্থী আগামী দিনের দেশের ভবিষ্যৎ। ভালোভাবে লেখাপড়া করে দেশ সেবার কাজে অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের প্রতি আহব্বান জানান তিনি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম