প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০১৯, ৮:৩৭ পি.এম
বরগুনায় রিফাত হত্যার প্রতিবাদে ফাঁসির দাবিতে ইশা ছাত্র আন্দোলনের মানবন্ধন

বরগুনা প্রতিনিধি: গত ২৬ জুন বরগুনা সরকারী কলেজের সামনে দিবালোকে প্রকাশ্যে বরগুনার বুড়িরচর ইউনিয়নের লবনগোলা গ্রামের দুলার শরীফের ছেলেকে কুপিয়ে হত্যা করেছে নয়ন বন্ড, রিফাত ফরাজী ও তার সহযোগীরা । রিফাত হত্যাকারীদের গ্রেফতার করে অনতিবিলম্বে ফাঁসির দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরগুনা জেলা শাখার উদ্যোগে রবিবার বিকাল ৫ টায় বরগুনা প্রেস ক্লাব চত্ত¦রে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বরগুনা জেলা শাখার সভাপতি এইচ এম আনিচুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মনিরের সঞ্চলনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার সেক্রেটারী মাওঃ জাকির হোসাইন, ইমলামী কৃষক- মজুর আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি ড. মাহবুবুর রহমান, সাংগাঠনিক সম্পাদক মাওঃ জালাল উদ্দিন কারিমী, সাবেক জেলা সেক্রেটারী মেজবাহ আহম্মেদ মুকুল, ইশা ছাত্র আন্দোলন, বরগুনা জেলার সাবেক সভাপতি মোঃ ইদ্রিসুর রহমান, জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ প্রমুখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম