এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর)থেকেঃ
শুক্রবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা সান্তাল স্টুডেন্ট ফেডারেশনের আয়োজনে ও ব্র্যাক আইডিপি ও এনডিএফ এর সহায়তায় ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। উপজেলা আদিবাসি একাডেমি থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে আদিবাসি নেতা পাত্রাস মরমু সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: পারুল বেগম , উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান , বেসরকারি সংস্থা এনডিএফ লিগ্যাল প্রোমোটার সেবাসটিল হেমরম , এন এস এস এফ উপদেষ্টা নৈশ সরেণ , ফিলিপ সরেণ , উপজেলা আদিবাসি ফেডারেশনের সভাপতি আলেক জান্ডার হাসদা,এনডিএফ এর বিরামপুর শাখার ম্যানেজার খাইরুল আলম ,এডওয়ার্ড সরেণ প্রমুখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম