7:42 AM, 13 November, 2025

দেবীগঞ্জে গ্রীন মডেল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তরের উদ্ধোধন

IMG_20190628_115943-300x150

কাজী সাইফুল,
দেবীগঞ্জ (পঞ্চগড়)  সংবাদদাতা: দেবীগঞ্জ উপজেলার কামাতপাড়া গ্রামে ৮৫ শতক জমির উপর মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করনের লক্ষ্য নিয়ে গ্রীন মডেল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু হতে যাচ্ছে । এ লক্ষ নিয়ে আজ শুক্রবার সকালে স্কুল এন্ড কলেজের জায়গায় আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তরের উদ্ধোধন করা হয়। বিশিষ্ঠ সমাজ সেবক ও গ্রীন স্কুল এন্ড কলেজের সভাপতি ডাঃ আনোয়ারুল করিম আনু ভিত্তি প্রস্তরের উদ্ধোধন করেন। এ সময় প্রতিষ্ঠানের সহ-সভাপতি মোঃ দেলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক নন্দন কুমার সাহা, আবুল কালাম মল্লিক, জমিদাতা তমজিদুল ইসলাম লালু , এ্যাডভোকেট গোলাম হাফিজ , এ,বি, সিদ্দিক সহ এলাকাবাসী উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন।