গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
চলতি বাজেটে ধানের ন্যায্য মূল্য না পাওয়া ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য থেকে বরাদ্দ রাখা, প্রতি ইউনিয়নে খাদ্য গুদাম ও আশ্রয়কেন্দ্র নির্মাণ করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা সতল সার্টিফিকেট মামলা প্রত্যাহার কৃষি ঋণ মওকুফ সকল কৃষি উপকরণ বিএডিসি’র মাধ্যমে কৃষকদের কাছে সরবরাহ করার দাবিতে আজ বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট ও গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পৌর শহিদ মিনার চত্বরে গণ জমায়েত ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাম জোটের গাইবান্ধা জেলা সমন্বয় গোলাম রব্বানীর সভাপতিত্বে গণ জমায়েতে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদীর জেলা সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুুল, সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ মার্কসবাদীর জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান র্যাফেল, বাসদ নেতা সুকুমার চন্দ্র মোদক প্রমুখ। গণজমায়েত শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের জন্য স্বল্পমূল্যে রেশন ও আবাসনের ব্যবস্থা করা যতœ প্রকল্পসহ সকল গ্রামীণ প্রকল্পের দূর্ণীতি লুটপাট বন্ধ করা, মুঠোফোনে কথা বলার উপর শতকরা ২৭ ভাগ ভ্যাট আরোপ তুলো নেয়া, বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত বহুমুখী টানেল নির্মাণ করা শহরের যানজট নিরসনের জন্য বাইপাস-সড়ক নির্মাণ করার দাবি জানান। এছাড়া রাস্তা-ঘাট স¤প্রসারণ করা অবিলম্বে গাইবান্ধায় গ্যাস সংযোগ প্রদান গ্যাস-বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ, গাইবান্ধায় মেডিকেল কলেজ স্থাপন, এটিআইকে কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এরং গাইবান্ধা থেকে ঢাকাগামী নতুন আন্ত:নগর ট্রেন সার্ভিস চালুরও দাবি জানান।
