আল তুহিন আজাদ
নাগরপুর (টাঙ্গাল) প্রতিনিধিঃ
“আসুন বায়ু দুষন রোধ করি,পরিবেশ রক্ষা করি’ এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে বৃহষ্পতিবার (২০ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে উজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান (মহিলা) ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহআলম মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.সুজায়েত হোসেন, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শম্ভু নাথ সাহা প্রমূখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম