11:18 AM, 13 November, 2025

গাইবান্ধায় বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

gaibandha komisonar news

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কক্ষে বুধবার গাইবান্ধার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিফুল ইসলাম। সভায় জেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন বেসরকারি এবং সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বক্তা গাইবান্ধার বিভিন্ন সমস্যা এবং উন্নয়নের বিষয় নিয়ে বিভাগীয় কমিশনারকে অবহিত করেন। বিভাগীয় কমিশনার সভার আলোচনা শেষে উলে­খিত সমস্যা এবং সম্ভাবনার বিষয়গুলো বাস্তবায়নে তার সহযোগিতার আশ্বাস দেন।