প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০১৯, ৫:০৫ পি.এম
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত

শাহারিয়ার হুসাইন : যশোর- বেনাপোল মহাসড়কের আমড়াখালী নামক স্থানে ঢাকা গামী গ্রিন লাইন পরিবহনের চাপায় বেনাপোলের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ি শাহদাত হোসেন নেদু নিহত হয়েছে।
শাহাদত হোসেন নেদা বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায় নেদু বেনাপোলের আমড়াখালী নামক স্থানে একটি বাইপাস সড়ক থেকে প্রধান সড়কে মোটর সাইকেল যোগে উঠার সময় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীন লাইনের ( ঢাকা মেট্রো-ব-১১-৩৪৫০) একটি পরিবহন তাকে চাপা দেয় । এতে নেদা ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।
বেনাপোল পোর্ট থানার এস আই লতিফ ঘটনার সত্যতা শিকার করে বলেন সড়ক দুর্ঘটনায় নিহত শাহদাত হোসেন নেদুর লাশ উদ্ধার করে নাভারন হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষাণা করেন। গ্রীন লাইন পরিবহনের ঘাকত বাসটি আটক করা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম