মো.মিজানুর রহমান নাদিম,
তালতলী প্রতিনিধি :
৫ম ধাপে উপজেলা নির্বাচনের অংশ হিসাবে বরগুনার তালতলী উপজেলায় চলছে নির্বাচনী আমেজ।এ-উপজেলার সাধারন ভোটাররা জানিয়েছেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ শেষ হতেনা হতেই আরেকটি আনন্দের সংবাদ হচ্ছে তালতলী উপজেলা নির্বাচন।এ-নির্বাচনকে কেন্দ্র করে ঈদের উৎসবের সাথে সাথে আমরা সাধারন ভোটাররা বারতি কদর পাচ্ছি। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীদের কাছে।৫ম ধাপের উপজেলা নির্বাচনের অংশ হিসাবে আগামী ১৮ই জুন বরগুনার তালতলী উপজেলা নির্বাচন সম্পন্ন হবে।এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে অংশগ্রহণ করছেন তিনজন আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী মোঃ রেজবি উল কবির জোমাদ্দার নৌকা, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ মনিরুজ্জামান মিন্টু আনারস,সতন্ত্র প্রার্থী মোঃ ফরহাদ হোসেন আক্কাস মৃধা মোটরসাইকেল, ভাইসচেয়ারম্যান পদে পাচঁজন প্রার্থী প্রতীদন্দীতা করছেন,মোঃ খলিলুর রহমান উড়োজাহাজ,মোঃমোস্তফিজুর রহমান মোস্তাক তালা,মোঃ রেজাউল করিম বাবুল পাটোয়ারি চশমা,মোঃইমতিয়াজ ইমন নয়ন মাইক,গাজী মোঃকামরুল আহসান বই, মহিলা ভাইসচেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন।মোসাঃ মনিকা নাজনীন কলস,মোসাঃ দুলী বেগম হাসঁ,মোসাঃ কামরুন নাহার সাথী ফুটবল,এরা প্রতেকেই নিজ নিজ প্রতিক নিয়ে ভোটারদের কাছে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।সাধারন ভোটাররা জানিয়েছেন এ নির্বাচনে ত্রী মুখী লড়াই হওয়ার সম্ভবনা রয়েছে। বরগুনার ২ নং আসন আমতলী তালতলী থেকে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি নির্বাচিত হয়েছিলেন।সে হিসাবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রেজবি উল কবির জোমাদ্দার নৌকা প্রতিক নিয়ে ভোটারদের কাছে এগিয়ে থাকার সম্ভবনাও রয়েছে বলে জানিয়েছেন এখাকার ভোটাররা।সতন্ত্র প্রার্থী মোঃ ফরহাদ হোসেন আক্কাস মৃধা বলেন নির্বাচন কমিশনারের কাছে একটিই দাবি তিনি যেন তালতলী উপজেলায় অবাধ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন উপহার দেন। নৌকা মার্কার প্রার্থী মোঃরেজবি উল কবির জোমাদ্দার জানান আমাকে দল থেকে মনোনয়োন দিয়েছেন নৌকার প্রতি এলাকার মানুষের ভালোবাসা রয়েছে তারা নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা সম্মান করবেন বলে আমি আশা করি।
জেলা নির্বাচন কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনী সহ থানা সূত্রে কথা বলে জানা গেছে শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠ ভাবে ভোট গ্রহন ভোটারদের শান্তিপূর্ণ ভোট দান নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন সকল ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম