আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন হতদরিদ্র মা ও শিশুদের জন্য ‘যত্ন’ প্রকল্পে টাকার বিনিময়ে প্রণীত তালিকা বাতিল করে প্রকৃত হতদরিদ্র মা ও শিশুদের তালিকা নতুন করে প্রণয়নের দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা সদর উপজেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের ১নং ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার, ক্ষেতমজুর নেতা মশিউর রহমান মইশাল, ছাত্র নেতা ওয়ারেছ সরকার প্রমুখ। বক্তগণ ঘুষের বিনিময়ে প্রণীত তালিকা বাতিল করে নতুন করে তালিকা প্রণয়নের দাবী জানান। সেই সাথে ঘুষের টাকা ফেরত দিতে ও এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম