প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০১৯, ১:৪১ পি.এম
নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে তালতলীর ওসি প্রত্যাহার

মো.মিজানুর রহমান নাদিম,তালতলী প্রতিনিধি :
বরগুনা জেলার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়কে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় নির্বাচন কমিশন ওসিকে প্রত্যাহারের আদেশ দেয়।
জানা গেছে, আগামী ১৮ জুন তালতলী উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন শুরুর পর থেকেই তালতলী থানার ওসি এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষপাতিত্ব করেন। এমন অভিযোগ এনে গত মাসের ২৭ তারিখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজবি-উল-কবির নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করেন। ওই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন ওসি পুলক চন্দ্র রায়কে প্রত্যাহারের আদেশ দেয়।
তবে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দীলিপ কুমার বলেন, ওসি প্রত্যাহারের বিষয়ে আমরা কিছু জানি না.
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম