কাজী সাইফুল,পঞ্চগড় সাংবাদদাতাঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ সোহান (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
১১ জুন (মঙ্গলবার) রাত আনুমানিক ১১ টায় এ ঘটনা ঘটে।
সোহান উপজেলার পাঁচপীর ইউনিয়নের সমলুর হাট চৌধুরী পাড়ার একরামুল হক'র ছেলে এবং পাঁচপীর বৈরাতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহান ধান মাড়াই করা মেশিনে উঠে বাড়ি ফেরার পথে ইলেক্ট্রিক তাড়ে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়, তাৎক্ষনিক পরিবারের লোকজন সেখান থেকে উদ্ধার করে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহরিয়ার জাকির মৃত ঘোষণা করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম