গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গার্মেন্টস কর্মীস ২ জনের মৃত্যু

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামে ৮ জুন শনিবার সেচ পাম্পে বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোনারুল ইসলাম (৪৫) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মুনছুর রহমানের ছেলে। মোনারুল ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় চাকুরি করতেন। ঈদের ছুটিতে এসে নিজ বাড়ীতে পানির পাম্পের লাইনে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর দিকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুৎ স্পষ্টে হয়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে । উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়ানে আজ ৮ জুন শনিবার উপজেলার রায়তী নড়াইল গ্রামে দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু মুসকাত (৫) এ গ্রামের মাজেদ আলীর সন্তান। নিহতের মা মোছাঃ মুসকান খাতুন বলেন, ঘরের ছেড়া বিদ্যুতের তার পার হতে গিয়ে এ ঘটনা ঘটে।বিষযটি নিশ্চিত করেন ওই ইউনিয়ানের চেয়ারম্যান ফজলুল হক।
