আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ঝিনিয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে শনিবার সকালে নিখিল চন্দ্র বর্মণ (৪৮) নামে একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখিল চন্দ্র ওই গ্রামের মৃত ক্ষেত্র মোহন বর্মণের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান,গতকাল ৭ জুন শুক্রবার রাত থেকে নিখিল চন্দ্র নিখোঁজ হয়। পরে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ের একটি বাঁশের সঙ্গে তার গলায় শার্ট পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম