আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকার একটি পুকুর থেকে দুর্যোধন বর্মন (৮০) নামের এক মিষ্টির কারিগরের মহদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ৫ জুন বুধবার দুপুরে বোনারপাড়া রেল স্টেশনের লোকো সেট (ইঞ্জিন মেরামত দফতর) সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত দুর্যোধন সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মৃত দিগেন্দ্র নাথ বর্মনের ছেলে।
সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এসআই আব্দুল জলিল এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ঈদের নামাজ শেষে স্থানীয়রা বোনারপাড়া রেলওয়ে স্টেশনের লোকো সেট (ইঞ্জিন মেরামত দফতর) সংলগ্ন পুকুরে ভাসমান মহদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে মহদেহটি উদ্ধার করে।
মৃত দুর্যোধনের ছেলে হরিপদ বর্মন সাংবাদিকদের জানান, তার বাবা সাঘাটা বাজারের একটি মিষ্টির দোকানের কারিগর ছিলেন। গতকাল ৪ জুন মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে আজ দুপুরে পুকুর থেকে তার মহদেহ উদ্ধার করা হয়। তার বাবা কিছু দিন আগ থেকে মানসিক ভারসাম্য হারিয়ে এলোমেলা ঘোরা-ফেরা করছিল বলেও জানান হরিপদ বর্মন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম