কোম্পানীগঞ্জে শতাধিক অসহায় পরিবারের মাঝে বিসর্জন পরিবারের ঈদ সামগ্রী বিতরণ

মোঃ জামাল উদ্দিন,
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগনঞ্জ উপজেলায় দয়ার বাজারের সোহাগ মার্কেটে আজ ৩ জুন সোমবার সামাজিক সংগঠন বিসর্জন পরিবারের পক্ষ হতে ১৩০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী ও খাদ্য বিতরণ করা হয়।
ঈদ খাদ্য সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে দুই কেজি ময়দা, এক কেজি চিনি, এক লিটার সোয়াবিন তৈল, একটি নারকেল, দুই পেকেট লাচ্ছি,একশ গ্রাম পাউডার দুধ, এক পেকেট মেকারুনি নুডুলস দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মাসুক মিয়া উনার সভাপতিত্বে আজকের বিতরণ অনুষ্ঠান শুরু করা হয়,, আরো উপস্থিত ছিলেন জনাব আছরব আলী মেম্বার, জনাব নিজাম উদ্দিন, জনাব কামাল হুসেন কামা,
সংগঠনের উপদেষ্টারা হলেন >> জনাব মোঃমাসুক মিয়া, জনাব মোঃমতিউর রহমান,মোঃলাল মিয়া, সুব্রত রায় সঞ্জু, মোছাঃ নাসরিন বেগম, জনাব মোঃজয়নাল আবেদিন, সত্যজিৎ মন্ডল, বিজন সরকার, মোঃসমুজ মিয়া,মোঃজিয়াউর রহমান,
উপদেষ্টাদের মধ্যে যাদের অনুদানে এই মহত কাজ মোঃমাসুক মিয়া মোঃমতিউর রহমান, মোঃজয়নাল আবেদিন, সত্যজিৎ মন্ডল, মোঃসমুজ মিয়া, বিজন সরকার, মোঃজিয়াউর রহমান,
সংগঠনের প্রতিষ্টাতা সদস্য যারা উপস্থিত ছিলেন >> মোঃ জামাল উদ্দিন, মোঃশাহজাহান সাজু, মোঃহাতিম,মোঃ সুজন মাহমুদ, মোঃছমরু মিয়া, হাফিজ আশরাফ, মোঃআলিম খান, মোঃ আলিম উদ্দিন, মোঃরাজু আহমেদ মোঃকিবরিয়া আহমেদ, মোঃফরহাদ হুসেন বাবু, নাজিম উদ্দিন, সাত্তার মিয়া, ফরহাদ আহমেদ নূর, আহমেদ মহসিন, হেলাল আহমেদ,জাবের হুসেন,উজ্জল, ফারদিন, রাসেল, সজিব, সালাউদ্দিন, লিটন, বুজন,ও সাথে ছিলেন শিশু সদস্য মোঃজাহাংগীর আলম সুহাগ,
সংগঠনে শুভাকাঙ্ক্ষী হিসেবে যারা সাহায্য অনুদান দিয়ে পাশে ছিলেন,,মোঃদুলাল আহমেদ,মোঃখছরু মাহমুদ,মোঃনাজিম উদ্দিন,মোঃদিলোয়ার হুসেন মোঃসফিক আহমেদ,মোঃলোকমান হুসেন,
সংগঠনের প্রতিষ্টাতাদের মধ্যে যারা সাহায্য করে পাশে ছিলেন,
মোঃফরহাদ আহমেদ(বাবু)হাফিজ আশরাফ আহমেদ, হাফিজ মহসিন আহমেদ,মোঃকিবরিয়া আহমেদ,
মোঃছমরু মিয়া, মোঃ হাতিম, মোঃশাহজাহান সাজু, মোঃসাত্তার আহমেদ, মোঃনাজিম উদ্দিন,মোঃনুমান, মোঃসুজন মোঃআলীম উদ্দিন জামাল প্রমুখ।।
