সাটুরিয়ায় এসি বাসে আগুন

মোঃ জাহাঙ্গীর আলম,
মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গী এলাকায় যান্ত্রিক ত্রæটির কারনে, কে-লাইন (ঢাকা মেট্রো ব-১৫ -২৪০৬) পরিবহনের একটি এসি বাস আগুনে পুড়ে গেছে।
সোমবার (৩ জুন) সকাল ৬ টার দিকে সাটুরিযা উপজেলার নয়াডিঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দিন আহমেদ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকাগামী একটি কে-লাইন পরিবহনের এসি বাসে আগুন লেগে যায়। এসময় বাস থেকে যাত্রীরা নিরাপদে নেমে গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিলো। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
