কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ
আজ ৩১/৫/২০১৯ ইং শুক্রবার,সিলেটের কানাইঘাট উপজেলার, ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন এর কাড়াবাল্লা-বড়চাতল প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
স্থানীয় কাড়াবাল্লা সুরমা বাজারে পরিষদের সম্মানিত সভাপতি ও অন্যতম নীতিনির্ধারক ফারুক আহমদ এর সভাপতিত্বে,ও বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য রাসেল আল-হাদী'র পরিচালনায় এ অনুষ্টঠান অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন সিমান্তিক এর চেয়ারম্যান, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ'র সম্মানিত পরিচালক জনাব মাজেদ আহমদ চঞ্চল।
তিনি তার বক্তব্যে বলেন,ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয় বরং তা সবার মাঝে ছড়িয়ে দেয়ার মধ্য দিয়েই ঈদের পূর্ণতা আসে। দরিদ্র মানুষেরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু জীবনের প্রতিটি অধ্যায়ে এ সব মানুষ বিভিন্ন ধরনের অবহেলা আর বঞ্চনার শিকার হয়। পর্যাপ্ত সুযোগ থাকার পরও দেশের সরকার ও বিত্তবানদের সুদৃষ্টির অভাবে এরা বরাবরই ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকে। সরকারের সক্ষমতা ও দেশের বিত্তবানদের তুলনায় অসহায়দের সংখ্যা নগন্য। আমাদের সামান্য সহযোগীতায় অসহায় দুস্ত আহবাবরা আনন্দ উৎসবের অংশীদার হতে পারে। এর পরও দেশে প্রতিটি উৎসবে এ আসমস্থ মানুষের করুণ চাহনি দেখতে হয়। এ দৃশ্য বড় বেদনাদায়ক ও অমানবিক। আমাদের সকলের উচিৎ এই বেদনাদায়ক দৃশ্যকে আনন্দময় দৃশ্যে পরিণত করা। আমরা মনে করি পথশিশু, বঞ্চিত, অবহেলিত, দুস্থদের এড়িয়ে গিয়ে ঈদ আনন্দ উপভোগ করা মানবিক কাজ নয়। ইসলামের শিক্ষাও এটা নয়। আমরা জানি এ প্রচেষ্টা পর্যাপ্ত নয়। কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী সামাজিক দায়িত্ব পালনে কখনো পিছপা হব না। আমরা দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকার ও বিত্তশালীদের প্রতি আহবান জানাচ্ছি।
সমাজের অবহেলিত মানুষকে অভুক্ত রেখে সমাজ জীবনে শান্তি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। ইনসাফভিত্তিক সমাজ ব্যাবস্থা না থাকায় গরীবরা আরো গরীব, আর ধনীরা আরো ধনী হচ্ছে। অথচ যাকাত ভিত্তিক ইসলামী সমাজ ব্যাবস্থা বিদ্যমান থাকলে এই ব্যবধান থাকত না।এ পরিষদ আমাদেরকে শ্রেনীবিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানবতার কল্যানে কাজ করার মহৎ শিক্ষা দিয়ে থাকে। তাই সমাজের সকল সামর্থবান মানুষদেরকে অসহায়দের কল্যানে সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ,অবহেলিতদের ঈদ আনন্দে অংশীদার করা সবার নৈতিক দায়িত্ব। সবার জন্য খুশির আনন্দের বার্তা নিয়ে ঈদ আসে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সমাজের বঞ্চিত অবহেলিতরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত থাকে। এক্ষেত্রে অবহেলিতদের ঈদ আনন্দে অংশীদার করা সবার নৈতিক দায়িত্ব।তিনি সকল প্রবাসীর জন্য দোয়া কামনা করেন।
পরিষদের পক্ষে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন,অত্র পরিষদের প্রধান মুখপাত্র ও অন্যতম ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল বাছিত চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন পরিষদের অন্যতম উদ্দ্যোক্তা মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী।প্রবাসীদের পক্ষে উপস্থিত ছিলেন পরিষদের গর্বিত সদস্য জনাব সামছ উদ্দিন সৌদি আরব, আব্দুশ শহিদ খান আরব আমিরাত, হাছান আহমদ আরব আমিরাত, ছাব্বির আহমদ বাহরাইন, খছরুজ্জামান চৌধুরী আরব আমিরাত, আজিজুল ইসলাম বাহরাইন প্রবাসী, আব্দুর রহমান আয়নুল,নুরুল ইসলাম প্রমুখ।