নবাবগঞ্জে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর)থেকেঃ
দিনাজপুরের নবাবগঞ্জের পুঁটিমারা ইউনিয়নের চড়ারহাট হাইস্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলার প্ুঁটিমারা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে সরোয়ার হোসেনের সভাপতিত্বে স্মরণসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মরহুম মোস্তাফিজুর রহমানের সুযোগ্য সন্তান দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ সরকার কৃষক বান্ধব সরকার, তাই কৃষক যেন ধানের ন্যয্যো মূল্য পায় এ জন্য চার উপজেলার ইউএনওদের নির্দেশ দেন।এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক শামসুল আলম, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, ভাদুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসমান জামিল, এছাড়াও চার উপজেলার আওয়ামীলীগ ও তার অংঙ্গ সংঙ্গঠনের নেতাকর্মী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী।আলোচনা সভায় বক্তারা বলেছেন দিনাজপুর ৬ আসনের মরহুম সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজুর মাটি ও মানুষের নেতা ছিলেন।
