6:57 AM, 13 November, 2025

দেবীগঞ্জে অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না বাসের টিকিট

received_860350654347695

কাজী সাইফুল , দেবীগঞ্জ-পঞ্চগড়ঃ

দিন যতোই ঘনিয়ে আসছে ঈদের আমেজ ততোই বেড়েই চলছে। ঈদের বাকী আরো কয়েক দিন। জীবিকার তাগিদে যারা আপনজনের মায়া ছাড়ে ব্যস্ততম শহর ঢাকায় পাড়ি জমিয়েছে সে কর্মজীবি মানুষগুলো নাড়ির টানে প্রিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ গ্রামে ফিরতে শুরু করেছে। এদিকে ঢাকায় ফেরার চিন্তা নিয়ে পড়েছে চরম বিপাকে।

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বিভিন্ন উপজেলার ঢাকাগামী হানিফ,শ্যামলী,নাবিল,সোনিয়া,খালেক,জিসান সহ বিভিন্ন লোকাল বাসের বিভিন্ন কাউন্টারে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বিভিন্ন বাস/কোচের কাউন্টারগুলো। এদিকে সাধারন যাত্রীরা বাড়তি দূর্ভোগ রক্ষার্থে অগ্রিম টিকিট বুকিং দিচ্ছে কিন্তু বিভিন্ন কোচের কাউন্টারে ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠছে।

সরেজমিনে দেখা যায়,জেলার বিভিন্ন বাস সার্ভিসের কাউন্টারগুলোতে টিকেটের নির্ধারিত দামের তুলনায় অধিক টাকা হাতিয়ে নিচ্ছে কাউন্টারগুলো। ফলে সাধারন যাত্রীরা পড়েছে চরম বিপাকে। বাধ্য হয়ে ঈদের নির্ধারিত ছুটি শেষ করে নিজ কর্মস্থল ঢাকায় ফেরার লক্ষ্যে টিকিটের দামের তুলনায় বাড়তি টাকায় টিকিট সংগ্রহ করছে সাধারন যাত্রীরা ।

একই অবস্থা চোখে পড়ে জেলার দেবীগঞ্জ উপজেলার হানিফ,নাবিল,শ্যামলী পরিবহনের কাউন্টারগুলোতে যে যার খেয়াল খুশি মতো টিকিট বিক্রি করছে। হানিফ পরিবহন কাউন্টারে দেবীগঞ্জ -ঢাকা রুটের প্রতি টিকিটের দাম ৭২০ টাকা হলেও সাধারন যাত্রীদের কাছে ৯০০টাকা করে নেয়া হচ্ছে ।

এবিষয়ে হানিফ পরিবহনের যাত্রী শহীদ জানান,’আমি ৭২০ টাকার টিকিট ৯০০টাকা দিয়ে কাটলাম। কম বেশী সব কাউন্টারের একই সমস্যা। সবাই বেশী দামে বিক্রির বিক্রি করছে ‘।
এবিষয়ে আমার সময় প্রতিদিনের পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি নাজমুস সাকিব মুন জানান,’আজ সকালে হানিফ পরিবহনে ১৩ তারিখের ২ টি টিকিট ১৮শ টাকা রাখা হয়েছে। পরে মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করলে তিনি ফোর্স পাঠানোর কথা বলে ৪০ মিনিটে পরও কোন ব্যবস্থ গ্রহন করেননি৷ এবং দ্বিতীয়বার ফোন দিলে তিনি হাতে অনেক কাজ আছে এবং পরে ম্যাজিস্ট্রেট পাঠাবেন বলে মুঠোফোনের লাইন কেটে দেন।
হানিফ পরিবহনের ঢাকা-দেবীগঞ্জ রুটের জেনারেল ম্যানেজার আনিসুর রহমানকে বিষয়টি জানানো হলে তিনি দু/এক জন যাত্রীর কিছু টাকা ফেরত দিতে বলেন কাউন্টার মাস্টারকে ।
এবিষয়ে দেবীগঞ্জ হানিফ কাউন্টারের টিকিট মাস্টার সাজু জানান,আমরা অতিরিক্ত ভাড়া নিচ্ছি না তবে আমরা কারো কাছে চা পান খাওয়ার জন্য বকশিশ নিচ্ছি’।
এবিষয়ে দেবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার প্রত্যয় হাসান জানান,’ কাউন্টারে অতিরিক্ত দামে টিকিট বিক্রির অভিযোগ পেয়েছি এবং বিষয়টি সাথে সাথে দেবীগঞ্জ থানায় অবগত করছি, বিষয়টি খতিয়ে দেখে অভিযান চালানো হবে ‘।