ফুলছড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়ন পরিষদের ২০১৯ -২০২০অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিআরএম প্রকল্পের সহযোগিতায় ফুলছড়ি নিæ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুলছড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০অর্থ বছরের তিন কোটি ৩৯ লক্ষ ৪৩ হাজর ৬০০ টাকার বাজেট ঘোষণা করেন। ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মনোয়ার হোসেনের সঞ্চালনায় বাজেট সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিআরএম প্রকল্পের সাইফুল ইসলাম, খসড়া বাজেট ঘোষনা করেন ইউপি সচিব আকবার আলী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফেরদৌস মন্ডল, নুরুজ্জামান সরকার, দেলোয়ার হোসেন, কাসেম আলী, ময়েদ আলী, সামছুনাহার, নুরুল ইসলাম, ইসমাইল হোসেন প্রমুখ। উন্মুক্ত বাজেট সভায় ফুলছড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল উপস্থিত নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
