5:18 AM, 13 November, 2025

কোম্পানীগঞ্জে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে রকিব হাজীর ঈদ সামগ্রী বিতরণ

PicsArt_05-28-02.16.05
মোঃ জামাল উদ্দিন
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
২নং পূর্ব ইসলামপুর ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী,যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব আব্দুর রকীব(রকীব হাজী)
নিজ অর্থায়নে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনয়নের ৪,ও ৫ নং ওয়ার্ডে প্রায় চার শত গরীব ও অসহায় মানুষের মাঝে,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে স্হানীয় কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,ও উত্তর রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে যথাক্রমে সভাপতিত্ব করেন আলহাজ্ব আমিরুল ইসলাম আমির ও হাজী মনফর আলী।
মইন উদ্দীন মিলন ও কাজী মাওঃ আমির উদ্দিনের পরিচালনায়,স্বাগত বক্তব্য প্রদান করেন নিজাম উদ্দিন,
প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, মুফতি অধ্যক্ষ মাওঃ আব্দুল মুছাব্বির,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক,হাজি মুহিবুর রহমান,সুলেমান তালুকদার,আব্দুল আলীম,রজন মিয়া,আইয়ুব আলী খান,ইয়াকুব আলি,মোঃ ফরিদ উদ্দিন,সামিম আহমদ,আব্দুল আলীম,আল আমীন,সাংবাদিক শের তরিকুল ইসলাম,আব্দুল জলিল,তাজ উদ্দিন,খয়রুল্লাহ,সামসুদ্দোহা,হাঃ জৈনুদ্দিন,মোস্তফা আহমদ কাচা, অনিক,প্রণজিত সহ প্রমুখ।
এছাড়া পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ চলবে।