আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামী বাড়ীর পাশ্ব থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৬ মে রবিবার রাতে সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, জেলার সাদুল্যাপুর সরদ উপজেলার জামালপুর ইউনিয়নের দড়ি জালামপুর গ্রামের শফিকুল ইসলাম বুদা মিয়াকে (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ । বুদা মিয়া সাদুল্যাপুর থানা দড়ি জামালপুর গ্রামের মৃত্যু কপিল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বুদার মিয়া একাধীক মামলার আসামী ছিল। সে বিভিন্ন সময় চুরি, ডাকাতি সহ ব্যাগ বদল করে মানুষের সাথে প্রতারনা করে আসছিল। তার বিরুদ্ধে থানায় একাধীক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।
আজ ২৬ মে রবিবার রাতে নিজ কাপড়ের দোকানে কেবা কাহারা রাতে বুদা মিয়াকে গুলি করে দোকানের পাশ্বে রেখে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ আরশেদুল ইসলাম।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম