11:28 AM, 13 November, 2025

যশোরের শার্শা উলাশী কিন্ডার গার্ডেন স্কুলের ফল প্রদান ও দুস্থ্যদের সেমাই চিনি বিতরণ

received_349773788929995
শাহারিয়ার হুসাইন :   
যশোরের শার্শা উপজেলার উলাশী কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের ১ম সাময়ীক পরীক্ষার ফল প্রদান ও গরীব দুস্থ্যদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে স্কুলের নিজস্ব হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক জাহিদ হাসান আব্দুল্লাহর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার ৯নং উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আয়নাল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য জাকির হোসেন লাল্টু, সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসানুজ্জামান, উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর আলী, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান, মজনুর রহমান সহ অনেকে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং স্থানীয় গরীব ও দুস্থ্য অসহায় পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়।