2:00 AM, 13 November, 2025

কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ এর প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

received_681389698972450

কি‌শোরগঞ্জ অ‌ফিস: কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ “দর্শন বিভাগ” এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ২য় বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বি‌কে‌লে কিশোরগঞ্জ অ‌ভিজাত দারুচিনি রেষ্টুরেন্টে এ আ‌য়োজন সম্পন্ন ক‌রে।

উক্ত ইফতার মাহ‌ফি‌লে জিহাদ ক‌বিরের সঞ্চালনায় বক্তব্য রা‌খেন দর্শন বিভা‌গের সহকারী অধ্যাপক হা‌ফিজুর রহমান মামুন, আঃ জব্বার। গত বছ‌রের ন্যায় এ বছ‌রেও এ আ‌য়োজ‌নে ফু‌টে ও‌ঠে‌ছে সবার মা‌ঝে সম্প্রীতি ও ভালবাসার নতুন বন্ধন। সবার জীবন চলায় এ‌কে অপ‌রের পা‌শে দাঁড়া‌নোর অ‌ঙ্গীকার নি‌য়ে সব সময় এমন আ‌য়োজন কর‌তে চায় ব‌লে জানান আয়োজকরা।

উক্ত ইফতার মাহফিলে উপ‌স্থিত ছি‌লেন দর্শন বিভা‌গের প্রাক্তন সদস্য আশরাফ আলী, মহন ভুইয়া, সাইফুল জু‌য়েল, র‌ফিকুল ইসলাম সুজন, জিহাদ সহ অ‌নে‌কে।