মোঃ জাহাঙ্গীর আলম,
মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়ায় কর্মী পরিবহনের একটি বাসের চাপায় রিমা বেগম (২১) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
(২৪ মে শুক্রবার) দুপুরে সাটুরিয়া উপজেলার ধানকোড়া দেওয়ানপাড়া এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
বাসচাপায় নিহত নারী রাজশাহীর পুটিয়া উপজেলার দুপাপাড়া এলাকার পশ্চিমবাগ এলাকার উজ্জল হোসেনের স্ত্রী। সাটুরিয়া উপজেলার ধানকোড়া দেওয়ানপাড়া এলাকার দেওয়ান শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া তিনি।
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, দুপুরে কারখানার বাসে করে কর্মস্থলে যাওয়ার পথে বাসে উঠতে গিয়ে ছিটকে পড়েন ওই নারী। একটি গাছের সঙ্গে ওই বাসের চাপায় পিষ্ঠ হয়ে গুরতর আহত হয় সে। নিহতের কর্মস্থল সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানান তিনি।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত নারীর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম