
এইচ. এম. রাসেল,
আমতলী (বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনা আমতলীতে বুধবার সকাল এগারটায় আমতলী হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার,ওষুধ ও হাসপাতালের দুই'শ গজের মধ্যে থাকা ডায়াগনষ্টিক সেন্টারগুলো অপসারণের দাবীতে জনসাধারণকে সাথে নিয়ে নাগরিক ফোরাম এবং প্রেসক্লাবের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এর আগে অভিযোগের প্রেক্ষিতে সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমতলী-তালতলী উপজেলা হাসপাতালের সার্বিক স্বাস্থ্য সেবার তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়।
এতে ব্যাপক সাড়া পড়ে ভুক্তভোগি সাধারণ মহলে। উঠে আসে ডাক্তারসহ স্বাস্থ্য সেবার অজানা গুরুত্বপূর্ণ সব তথ্য। ঠিক এমন অবস্থায় তাই জনদাবির প্রেক্ষিতে আমতলী নাগরিক ফোরাম এবং প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করাহয়।
মানববন্ধনে পর্যাপ্ত চিকিৎসক দাবীর পাশাপাশি হাসপাতালের দুই'শ গজের মধ্যে থাকা ডায়াগনষ্টিক সেন্টারগুলো অপসারণের দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান, আমতলী সরকারী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, আমতলী প্রেসক্লাবের সভাপতি দেওয়ান মস্তফা কবির, ডা: গাজী রফিক উদ্দিন, আছাদুজ্জামান মিন্টু মল্লিক, কবির ফকির প্রমুখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম