মোঃ রুবেল আহমদ,
গোলাপগঞ্জ (সিলেট)ঃ
“গোলাপগঞ্জে শিক্ষার আলো থেকে বঞ্চিত বেদে শিশুরা” শিরোনামে চার সপ্তাহ পূর্বে দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিলেটের গোলাপগঞ্জের বেদে পল্লীতে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। এই অসহায় বেদে পল্লীতে হত দরিদ্র সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু করলেন মিসারেবল ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি তাসমিনা বেগম ।
রবিবার ঐ বেদে পল্লীতে গিয়ে শিক্ষা উপকরন বিতরনের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেন তিনি। বেদে পল্লীর মহিলারা জীবিকা নির্বাহের জন্য সাঝ সকালে ঘর থেকে বের হয়ে সন্ধ্যায় ফিরে আসে পল্লীতে। রেখে যাওয়া শিশুর দেখাশুনা করেন শিশুদের বাবারা। এক স্থান থেকে অন্য স্থানে জীবিকা নির্বাহের জন্য ছুটে চলেন বেদে নারীরা। যার ফলে বেদে শিশুদের লেখা পড়ার সুযোগ হয় না। তাই তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিলেন সিলেটের অন্যতম সামাজিক ও অরাজনৈতিক সংগঠন মিসারেবল ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি তাসমিনা বেগম ও তার সহকর্মীরা।
বেদে পল্লীতে ২৫ জন শিশু নিয়ে এই শিক্ষা কার্যক্রম শুরু করেন। যে সকল শিশুরা এই শিক্ষা কার্যক্রমে অংশ গ্রহন করেন তারা হলেনঃ হাবিবা, জুই, গোলজার, নাহিদ, আজম খা, ইভা, মারিয়া, লীলা, লিমা, রাবেল, রিফাত, সবুজ, তায়েফ, মুন্নি, পাখি, তানজিনা, ইয়াকুব, ইউনুস, জাহিদ, রাহিম, নিয়াদ, বুশরা, সজীব, নুর আলম, তমা।
মিসারেবল ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি তাসমিনা বেগম বলেন, মানুষের জীবনে চাওয়ার পরিসীমা নেই, কিন্তু পাওয়ার পরিসীমা সীমিত। সব মানুষের কিছু মৌলিক অধিকার রয়েছে। সে হোক হিন্দু, মুসলিম কিংবা অন্য কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী। কিন্তু আমাদের সমাজে এমন কিছু স¤প্রদায় রয়েছে যারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাদের মধ্যে অন্যতম হল বেধে সম্প্রদায়। বেদে সম্প্রদায়ের শিক্ষা নিশ্চিত করে সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। বেদে পল্লীর সরদার দ্বীন ইসলাম বলেন, আমাদের সন্তানদের কেউ যখন খোজ খবর নিচ্ছিল না ঠিক তখনই আমাদের বেদে পল্লীতে আসেন মিসারেবল ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি তাসমিনা বেগম ও তার সহকর্মীরা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম