আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে সঙ্গ প্রকল্পের পুষ্টি ও সুশাসন বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের আয়োজনে গতকাল রোববার হরিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমির সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, হরিপুর বি এস এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, সঙ্গ প্রকল্পের সিনিয়র কো-অডিনেটর মামুনুর রশিদ, প্রকল্প কো-অডিনেটর আশরাফুল আলম, উপজেলা সমন্বয়কারী মাহবুবা বেগম, টেকনিক্যাল অফিসার দিদারুল ইসলাম, ইউনিয়ন ফ্যাসিলেটর হারুন আর রশিদ, সিএফ শহিদুল ইসলাম, মোবাশ্বেরা বেগম, টুম্পা অধিকারি প্রমূখ। সঙ্গ প্রকল্পটি গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ৬টি উপজেলার ১৮টি ইউনিয়নে পুষ্টি ও সুশাসন নিয়ে যাত্রা শুরু করে। চরাঞ্চলের দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মা ও শিশুদের পুষ্টি নিয়ে কাজ করছে সঙ্গ প্রকল্প। উপজেলার ১৮টি ইউনিয়নের ১ লক্ষ ২৮ হাজার পরিবারের সদস্যদের পুষ্টি ও সুশাসন নিশ্চিত করণের লক্ষ্য উদ্দেশ্য প্রকল্পটির।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম