প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০১৯, ৩:৪৪ পি.এম
ঈদের আগেই ঢাকা-আমতলী নৌরুটে বড় দুটি লঞ্চের দাবিতে মানববন্ধন

এইচ. এম. রাসেল,
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
ঢাকা-আমতলী নৌরুটে ঈদের আগেই প্রতিদিন দুটি উন্নত বড় লঞ্চ সার্ভিস, ছোট একটি লঞ্চের পরিবর্তে বড় দুটি লঞ্চ,লঞ্চ মালিকদের স্বেচ্ছাচারিতা ও অবৈধ সিন্ডিকেট ভেঙে যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করার দাবিতে আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে আমতলী নাগরিক ফোরাম এর উদ্যোগে সর্বস্তরের লোকজন অংশগ্রহণে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশের সর্ব দক্ষিণের একমাত্র নৌপথ কেন্দ্রীক যোগাযোগ হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে ঢাকা-আমতলী নৌরুটে ছোট একটি লঞ্চ দিয়ে যাত্রী পরিবহণ করছে মালিকরা। দুর্যোগ মৌসুমে ওইসব ছোট লঞ্চ চলাচলে জীবনের ঝুঁকি থাকে।
প্রতিদিন দুটি বড় লঞ্চের যৌক্তিকতা তুলে ধরে মানববন্ধন কর্মসুচিতে বক্তৃতা করেন আমতলী উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা নাগরিক ফোরামের সভাপতি অ্যাডঃ এম এ কাদের, নাগরিক ফোরামের পৌর সভাপতি আবুল হোসেন বিশ্বাস, পিভিএ’র এডমিন শাহাবুদ্দিন পাননা প্রমুখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম