আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় একযোগে সাত উপজেলায় অভ্যন্তরীণ বোরা সংগ্রহ-২০১৯ উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে গতকাল শনিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিক ভাবে ধান সংগ্রহ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল মতিন। এ উপলক্ষে জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবু হানিফ, কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপপরিচালক ফেরদৌস আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল।
পরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে খাদ্য বিভাগের কর্মকর্তারা সদর উপজেলার খোলাহাটী ও দাড়িয়াপুর এলাকায় যান। সেখানে খাদ্য গুদামে সরাসরি ধান সরবরাহের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন। সেখানে ধান কৃষি কার্ড ধারী কৃষকদের ধান ক্রয় করা হয় ।
খাদ্য বিভাগ জানায়, জেলার সাত উপজেলার নলডাঙ্গা, বোনারপাড়া, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, বামনডাঙ্গা, গোলাপবাগ, কামদিয়া, মহিমাগঞ্জ,পলাশবাড়ী, ফুলছড়ি ও গাইবান্ধা সদর খাদ্য গুদামে ৩ হাজার ৯৩৫ মেট্রিক ধান, ২ হাজার ৩২৭ মেট্রিকটন আতপ চাল ও ২৫ হাজার ৪১৩ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম